কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
জানা গেছে, বুধবার দুপুরে সোহাটের মাহিগঞ্জ গ্রামের মোহাম্মদ আলী ও তার মেয়ে মুন্নি বেগমকে সাথে নিয়ে অসুস্থ স্ত্রী মমেনা বেগমকে চিকিৎসার জন্য অটো রিকশা যোগে ভূরুঙ্গামারী হাসপাতালে আসার সময় ঘুন্টি ঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনা স্থলেই মোহাম্মদ আলীর মেয়ে মুন্নি বেগমের (২২) মৃত্যু ঘটে।
এসময় আহত মমেনা বেগম (৪৫), তার স্বামী মোহাম্মদ আলী (৬৫), অটোচালক রাজু মিয়া(১৮) ও যাত্রী মোহর আলীকে (৫০) স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় মমেনা বেগমকে রংপুরে নেয়ার সময় রাস্তায় তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ঢাকা মেট্রো-ট-২০-৬৯৬৯ নং ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। রাস্তায় ইট দিয়ে ঘিরে ধান শুকানোর কারণে এধরণের দূর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানিয়েছে।
ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা এলাকায় পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। ট্রাকটি থানায় আনার চেষ্টা চলছে।